গত ৩০-০৯-২০২২ইং শুক্রবার চার-পাঁচ জন পর্যটক রাতারগুল বেড়াতে আসেন। সেখানকার মাঝিদের ভাষ্যমতে ৭৫০ টাকায় ২ ঘন্টা ঘুরিয়ে দেখানোর নিয়ম চালু রয়েছে। পর্যটকরা দুই ঘন্টা নৌকায় ভ্রমণের পর আরও ঘুরে দেখতে চাইলে চৌরঙ্গী ঘাটে মাঝি ও পর্যটকদের মধ্যে তর্ক-বিতর্কের শুরু হয়। এক পর্যায়ে মাঝি পর্যটকদের কটাক্ষ ভাষায় গালি দেয়। এতে পর্যটকরা ক্ষুব্ধ হয়ে ৯৯৯ কল দিলে কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। পুলিশের মধ্যস্ততায় পর্যটকদের কাছে ঐ মাঝিকে ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়।
সোর্সঃ রাতারগুলের এক মাঝি